রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বাংলাদেশে ইসলাম ও ইসলামী শিক্ষার প্রসার, আধ্যাত্মিক সাধনা, ইসলামী জ্ঞান-গবেষণা ও ইসলামী রাজনীতির ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত বৈঠকে বক্তারা একথা বলেন।

সম্প্রতি সেবা সংস্থা ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’ জয়েন্ট স্টক থেকে অনুমোদন পাওয়ায় এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বক্তব্য রাখেন সংস্থার পরিচালক মুহাম্মাদ রাজ, অধ্যাপক আমিরুল ইসলাম, সভাপতি মো. মিকাইল করিম,  সহ-সভাপতি  ডা. মো. মশিউর রহমান,  মোহাম্মদ ইকবাল বাহার, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, অর্থ সম্পাদক মো. নুরুল আমিন, সদস্য মোহাম্মদ আবুল কাইয়ুম, মো. তানবীরুল ইসলাম।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর