বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নানা আয়োজনে শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে গতকাল দিনভর ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দোয়া ও মিলাদ মাহফিল, কেক কাটা, মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা সভা, দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ, স্মারক ডাকটিকিট অবমুক্ত ও আলোকচিত্র প্রদর্শনী, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, আনন্দ র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করে।

যুবলীগের বস্ত্র বিতরণ : এদিকে দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং অসহায় দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে এবং দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সংসদ সদস্য হাবিব হাসান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য রাখেন।

মন্দিরে বস্ত্র বিতরণ : সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের উদ্যোগে বরদেশ্বরী কালীমাতা মন্দিরে ২ হাজার প্রান্তিক জনগোষ্ঠীকে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বক্তৃতা করেন।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ : রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ  প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের মধ্যে ক্রীড়া উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের মহাসচিব কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা সন্তানদের কোরআন খতম : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম, আলোচনা সভা, কেক কাটা ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব অফিসার্স ক্লাবের সিনিয়র ভাইস চেয়ারম্যান কে এম মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, শরীফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতিক, কমান্ডার মোশারফ হোসেন, আবুল বাসার ও এবি সিদ্দিক মোল্লা, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর করিম বাবু প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক শাহা পরান সিদ্দিক তারেক, ঢাকা দক্ষিণের সভাপতি মনিরুজ্জামান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মমিন প্রমুখ।

মিরপুরে আনন্দ ্যালি : মিরপুর ১ নম্বরে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি এবং সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনার হয়ে আবার মুক্তবাংলায় গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটা হয় এবং মিষ্টিমুখ করা হয়। এ সময় যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী মামূনি ভূইয়া, শাহ্আলী থানার সভাপতি শামসুন নাহার, দারুসসালাম থানার সভাপতি আয়েশা আক্তার নিলা, সাধারণ সম্পাদক ঝুমুর হাওলাদার, যুব মহিলা লীগ নেত্রী মেঘলা মিলি, শারমীন লিমা, শাহনাজ পারভীন, মালা রানী, পলি আক্তার, সুমী প্রমুখ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট : দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ধানমন্ডি ৩২ এ আনন্দ সমাবেশের আয়োজন করে। এ সময় জোটের সহ-সভাপতি অরুণা বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় সহ-সভাপতি রোকেয়া প্রাচী, চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী তানভিন সুইটি, চিত্রনায়িকা শাহনুর, সুজন হালদার, রেহেনা পারভীন, লায়ন মীযানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া জোটের উদ্যোগে কলাবাগানে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জোটের সহ-সভাপতি চিত্রনায়িকা রোজিনা, ঊর্মিলা কর শ্রাবন্তী, বৃষ্টি রানী সরকার, মাধবী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর