বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আসামি খায়রুলের জামিন স্থগিত

টিপু-প্রীতি হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় আসামি মো. খায়রুল ইসলামকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ কে এম ফায়েজ। এর আগে, ১৭ অক্টোবর টিপু ও প্রীতি হত্যা মামলায় আসামি মো. খায়রুল ইসলামকে জামিন দেন হাই কোর্ট। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৩ আগস্ট আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় আসামি খায়রুল ইসলামসহ চারজনকে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিরা হলেন, মাহবুবুর রহমান টিটু, জুবের আলম খান রবিন ও আরিফুর রহমান সোহেন। টিপু হত্যার প্রধান সমন্বয়কারী সুমন শিকদার ওরফে মুসার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চার আসামিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটা শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামের এক কলেজছাত্রীও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ছাড়া গুলিবিদ্ধ হন টিপুর গাড়িচালক মুন্না। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের পর ওই রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর