শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বুয়েটে আন্তর্জাতিক কনফারেন্স শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বুয়েটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে শিক্ষাবিদ, গবেষক ও দেশীয় শিল্পকারখানার পেশাজীবীদের মধ্যে মেলবন্ধন তৈরির মাধ্যমে গণিতশাস্ত্র, ভৌতবিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা এবং স্থানীয় প্রযুক্তিগত সমস্যা নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটে শুরু হয়েছে ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ফ্রন্টিয়ার ইন সায়েন্সেস শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এ সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ২০০টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। সম্মেলনে স্বনামধন্য শিক্ষক, বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষক এবং শিল্প-সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল জব্বার খাঁন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুর রশিদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর