মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

‘আমোদ’ প্রতিষ্ঠাতার স্মরণসভায় বই পড়ার অভ্যাস গড়ার ডাক

কুমিল্লা প্রতিনিধি

সাপ্তাহিক আমোদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ফজলে রাব্বীর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। কবর জিয়ারত, শাকতলা সুলতানে মদিনা মডেল মাদরাসায় দোয়া ও বিকালে টাউন হল কনফারেন্স সভাপতি ডা. গোলাম শাহজাহানের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু। তিনি বলেন, ‘মানুষ এখন পড়তে চায় না। আমরা অনেকে বঙ্গবন্ধুর সৈনিক। কিন্তু তাঁর আত্মজীবনী না পড়ে সাজিয়ে রাখি। নিজেকে বঙ্গবন্ধুপ্রেমী বলে প্রচার করি। না পড়লে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করা যাবে না।’ বাবলু বলেন, ‘আমোদ সম্পাদক ফজলে রাব্বী তাঁর পত্রিকার মাধ্যমে এ অঞ্চলে পাঠক সৃষ্টি করেছেন। ৬৮ বছর ধরে প্রকাশিত হচ্ছে আমোদ। তাঁর দেখানো পথে নতুন প্রজন্ম এগিয়ে যাবে।’ রাব্বী স্মৃতি সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, আলহাজ ওমর ফারুক, ছড়াকার জহিরুল হক দুলাল, জিয়াউদ্দিন বাবুল, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, শাহ মোহাম্মদ আলমগীর খান, বদরুল হুদা জেনু, ডা. ইকবাল আনোয়ার, মাছুম মিল্লাত, কৃষকবন্ধু মতিন সৈকত, আবুল হাসানাত বাবুল, ফজলে রাব্বীর ছেলে আমোদের বর্তমান সম্পাদক বাকীন রাব্বী, শাহাজাদা এমরান ও সংসদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর