রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

অসীম সাহসী নারীদের কারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আর্তমানবতার সেবায় সমাজ বিনির্মাণে এ দেশের নারীরা সর্বদা আন্তরিক। অসীম সাহসী নারীদের আজীবন সংগ্রামের কারণেই বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। রাজধানীর জাতীয় জাদুঘরে গতকাল অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদ আয়োজিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্পিকার। পরে তিনি উপমহাদেশের প্রথম বাঙালি মুসলিম চিকিৎসক অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. জোহরা কাজী পরিষদের সভাপতি ও দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব সাইফুল হাসান বাদল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন।  প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ডা. লতিফা শামসুদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. নাজমুল করিম মানিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর