রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

শিক্ষা ক্ষেত্রে চলছে নৈরাজ্য নীতি : ইসলামী ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ফ্রন্টের নেতারা বলেছেন, শিক্ষা ক্ষেত্রে চলছে এক ধরনের নৈরাজ্যনীতি। পাঠ্য বই থেকে ধর্মীয় চেতনায় সমৃদ্ধ ঐতিহাসিক প্রবন্ধ ও প্রাসঙ্গিক বিষয়গুলো বাদ দিয়ে কাল্পনিক গল্প সংযোজন করা হয়েছে। শিক্ষার্থীদের নৈতিকতাশূন্য করে সেকুলারের দিকে ধাবিত করার হীন আয়োজন চলছে। জাতিকে ধর্মীয় রীতিনীতি থেকে দূরে রাখার এহেন শিক্ষানীতি দেশের সুন্নি সমাজ বরদাস্ত করবে না।

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল রাজধানী পল্টনের এক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে নেতারা এসব কথা বলেন। ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ। আরও বক্তব্য রাখেন ম ম জিলানী, অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার, কাজী মুহাম্মদ জসিম উদ্দিন নুরী, রেহানে মুস্তফা প্রমুখ। অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, রিয়াদুল ইসলাম, আজাদ হোসেন, সাইফুল ইসলাম, বুলবুল আহমদ মোমেনশাহী প্রমুখ। এম সোলায়মান ফরিদ বলেন, ৫১ বছরের ইতিহাসে সার্বিকভাবে জাতি এখনো মুক্তির স্বাদ পায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর