শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতগামীদের ভিড়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতগামীদের ভিড়

তিন দিনের টানা ছুটিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের ভিড় বেড়েছে। গতকাল এপার-ওপারের ১২৫২ পাসপোর্টধারী যাত্রী পারাপার হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ওপারে গেছেন ৮২৪ জন। ইমিগ্রেশন কর্মকর্তারা বলছেন, মূলত তিন দিনের টানা ছুটির কারণে পারাপার অনেক বেড়েছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ যাত্রী চিকিৎসার পাশাপাশি ভ্রমণ করতে ভারতে গমন করছেন। তবে অনেকে ব্যবসাসহ জরুরি কাজের কথাও বলেছেন।

আখাউড়া সড়ক বাজারের ব্যবসায়ী অশিষ বিশ্বাস বলেন, চিকিৎসার জন্য ছোট বোনজামাইকে সঙ্গে নিয়ে আগরতলায় যাচ্ছেন তিনি। সকালে ইমিগ্রেশন ভবনে এসে দেখেন যাত্রীদের দীর্ঘ লাইন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর সুযোগ আসে। বন্দরের আমদানি-রপ্তানিকারক কাউসার ভূঁইয়া বলেন, শুক্র ও শনিবার সপ্তাহিক বন্ধ, রবিবার বড়দিনের ছুটি। টানা তিন দিন ছুটি পাওয়ায় পর্যটকরা ভারতে ছুটছেন। সূর্য ওঠার আগেই লাইনে দাঁড়িয়ে পড়েন শতাধিক যাত্রী। দুপুরের পর সেই লাইন আরও দীর্ঘ হয়। আখাউড়া ইমিগ্রেশনের সহকারী ইনচার্জ দেওয়ান মুরশেদুল হক বলেন, অন্য যেকোনো দিনের তুলনায় ছুটিতে ভিড় একটু বেশি থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর