শিরোনাম
বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুন্ড উত্তর সলিমপুর এলাকায় সরকারি খাস জায়গায় গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সীতাকুন্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে শুকতারা রেস্টুরেন্ট, ভাই ভাই রেস্টুরেন্ট ও বিভিন্ন দোকানসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া বিশালাকৃতির দৃষ্টিনন্দন দুটি পুকুরসহ সর্বমোট ১৯৪ দশমিক ১৮ একর সরকারি জায়গা সরকারের নিয়ন্ত্রণে এনে লাল পতাকা ও সাইন বোর্ড টানিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এ স্থাপনাগুলো অবৈধভাবে স্থাপন করে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা রমরমা ব্যবসা করে আসছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, নগরীর কাছাকাছি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মেরিন ড্রাইভ রোড সংলগ্ন ১৯৪ দশমিক ১৮ একর সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ সেখানে সাইন বোর্ড ও লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর