শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে পাহাড় কাটার বিরুদ্ধে ঝটিকা অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন বিভিন্ন এলাকায় নিয়মিতই দিন-রাতে সমানে চলে পাহাড় কাটা। এরই পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে খুলশী থানাধীন ফয়’স লেক সংলগ্ন সালামতুল্লাহ বাইলেন ও আকবর শাহ থানাধীন বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক। অভিযানে পাহাড় কাটার সঙ্গে সম্পৃক্ত থাকার অপরাধে দুজনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হচ্ছে। তাছাড়া, লেকসিটি এলাকায় পাহাড় কাটার সত্যতা পাওয়ায় একজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বায়েজিদ লিংক রোডে পাহাড় কেটে রাস্তা নির্মাণ করায় কাজ বন্ধ করে দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ফয়’স লেক এলাকার পাহাড় কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড় কাটার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক পরিবেশ আইনে মামলা করা হচ্ছে। তাছাড়া, লেকসিটি এলাকায় পাহাড় কাটার সত্যতা পাওয়ায় একজনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর