শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে শুভেচ্ছা সফরে ভারতের দুই জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় কোস্টগার্ডের দুই জাহাজ ‘শৌর্য’ ও ‘রাজবী’। সাত দিনের সফরে আসা জাহাজ দুটিকে গতকাল বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখা থেকে স্বাগত জানায় বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘কামরুজ্জামান’। পরে জাহাজ দুটিকে স্কট করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আনা হয়। এ সময় কোস্টগার্ডের সুসজ্জিত বাদক দল ঐতিহ্য ও রীতি অনুযায়ী বাদ্য বাজিয়ে জাহাজ দুটিকে অভিবাদন জানায়।

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান বলেন, ভারতীয় কোস্টগার্ডের জাহাজ দুটিতে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রবীন্দ্র কুমার ও ভেঙ্কটেশ্বর থাপলিয়াল অধিনায়কের দায়িত্ব পালন করছেন। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, সাগরে অবৈধ কর্মকাণ্ড বন্ধে পারস্পরিক সম্পর্কোন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় করাই এ সফরের উদ্দেশ্য। বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রতি বছর ভারত ও বাংলাদেশ পর্যায়ক্রমে কোস্টগার্ডের জাহাজগুলো শুভেচ্ছা সফর করে আসছে। শুভেচ্ছা সফরের অংশ হিসেবে আসা জাহাজ দুটির অধিনায়করা কমান্ডার চট্টগ্রাম নেভাল এরিয়া ও জোনাল কমান্ডার পূর্ব জোনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর