শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সেলিম আল দীন স্মরণে শিল্পকলায় ‘ম্যাকবেথ’

সাংস্কৃতিক প্রতিবেদক

নাট্যাচার্য সেলিম আল দীনের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাটকের সংগঠন স্বপ্নদল মঞ্চায়ন করেছে মূকনাট্য ‘ম্যাকবেথ’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। উইলিয়াম শেকসপিয়রের রচনা অবলম্বনে মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর কাহিনি পুনর্বিন্যাস করেছেন জুয়েনা শবনম এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। মূকাভিনয়-আঙ্গিক প্রয়োগের মাধ্যমে নির্মিত এই নাটকটি একটি একক কাহিনিভিত্তিক পূর্ণাঙ্গ দৈর্ঘ্যরে নাট্যপ্রযোজনা। সারা বিশ্বে শেকসপিয়রের রচনা নিয়ে মঞ্চ-চলচ্চিত্র-টেলিভিশনে নানামাত্রিক সৃজনকর্ম পরিচালিত হলেও জানা মতে ব্যবহারিক গবেষণার মাধ্যমে মূকনাট্য বা মাইমোড্রামা হিসেবে মঞ্চে উপস্থাপন স্বপ্নদলের ‘ম্যাকবেথ’-ই প্রথম।

স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাক্সক্ষার বশবর্তী হয়ে সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল, শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকান্ড এবং পরিশেষে ম্যাকবেথেরও একই পরিণতির শিকার হওয়ার বিশ্ববিখ্যাত ট্র্যাজেডিই হচ্ছে ‘ম্যাকবেথ’।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জুয়েনা, হাসান, সুমাইয়া, নিশক, শিশির, শ্যামল, জেবু, অনিন্দ্য, অর্ক, মাসুদ, রুহুল, সাব্বির, হৃদয়, রকি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর