খুলনায় বড় দুই দলের পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে উত্তাপ ছড়াচ্ছে রাজপথে। দলীয় নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে আজ দুপুরে খুলনায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। নগরীর কেসিসি মার্কেটের সামনে কেডি ঘোষ রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। অপরদিকে রাজপথে সহিংসতা প্রতিহত করতে একই দিন বিকালে শিববাড়ি মোড়ে ‘শান্তি সমাবেশ’ আহ্বান করেছে মহানগর আওয়ামী লীগ। দলের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বড় দুই দলের কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলন চূড়ান্ত রূপ দিতে চায় বিএনপি। এ কারণে কর্মসূচি বাস্তবায়নে তৃণমূলে নড়েচেড়ে বসেছে খুলনা বিএনপি। ১০ দফা দাবিতে বৃহৎ পরিসরে বিভাগীয় সমাবেশ কর্মসূচি বাস্তবায়নে নানা কর্মপরিকল্পনা নিয়েছে দলটি। খুলনায় সমাবেশ সফল করতে ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সমাবেশ সফল করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, সরকার বিএনপির আন্দোলনকে প্রতিহত করতে নাশকতার মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার হয়রানি করছে। বাধা-বিপত্তি, হুমকি মোকাবিলা করেই বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করা হবে। বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল বলেছেন, রাজপথে সরকারবিরোধী আন্দোলনে সাধারণ মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগের লোকজন ভয় পেয়েছে। অপরদিকে রাজপথে যে কোনো ধরনের সহিংসতা প্রতিহত করতে শান্তি সমাবেশের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, দলের শৃঙ্খলা বজায় রেখে সংগঠন পরিচালনা করতে হবে। বিএনপি-জামায়াতকে মোকাবিলা করতে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। শান্তি সমাবেশ জনসভায় পরিণত করে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।
শিরোনাম
- রাজস্থানের কোচ হিসেবে ফিরলেন কিংবদন্তি সাঙ্গাকারা
- ৬ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার
- জবি ছাত্রদল-ছাত্র অধিকারের সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা
- ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ গ্রেপ্তার ২৭
- ডিবির অভিযানে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
- ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
- এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র
- ‘সৎ সাহস থাকলে হাসিনা বিচারের মুখোমুখি হতেন’
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে ফের পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
- স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- বিপিএল থেকে নাম প্রত্যাহার তামিমের
- মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
- ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
- রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
- হাসিনার মামলার রায় দিতে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির মাঠে
বড় দুই দলের কর্মসূচিতে সতর্ক পুলিশ
খুলনা
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর