খুলনায় বড় দুই দলের পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে উত্তাপ ছড়াচ্ছে রাজপথে। দলীয় নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে আজ দুপুরে খুলনায় বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। নগরীর কেসিসি মার্কেটের সামনে কেডি ঘোষ রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। অপরদিকে রাজপথে সহিংসতা প্রতিহত করতে একই দিন বিকালে শিববাড়ি মোড়ে ‘শান্তি সমাবেশ’ আহ্বান করেছে মহানগর আওয়ামী লীগ। দলের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বড় দুই দলের কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলন চূড়ান্ত রূপ দিতে চায় বিএনপি। এ কারণে কর্মসূচি বাস্তবায়নে তৃণমূলে নড়েচেড়ে বসেছে খুলনা বিএনপি। ১০ দফা দাবিতে বৃহৎ পরিসরে বিভাগীয় সমাবেশ কর্মসূচি বাস্তবায়নে নানা কর্মপরিকল্পনা নিয়েছে দলটি। খুলনায় সমাবেশ সফল করতে ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সমাবেশ সফল করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, সরকার বিএনপির আন্দোলনকে প্রতিহত করতে নাশকতার মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার হয়রানি করছে। বাধা-বিপত্তি, হুমকি মোকাবিলা করেই বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করা হবে। বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল বলেছেন, রাজপথে সরকারবিরোধী আন্দোলনে সাধারণ মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগের লোকজন ভয় পেয়েছে। অপরদিকে রাজপথে যে কোনো ধরনের সহিংসতা প্রতিহত করতে শান্তি সমাবেশের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, দলের শৃঙ্খলা বজায় রেখে সংগঠন পরিচালনা করতে হবে। বিএনপি-জামায়াতকে মোকাবিলা করতে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। শান্তি সমাবেশ জনসভায় পরিণত করে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার