রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চিত্রশিল্পী শাহাবুদ্দিনকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু

রাবি প্রতিনিধি

চিত্রশিল্পী শাহাবুদ্দিনকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) খ্যাতনামা চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের জীবনকর্ম নিয়ে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ প্রদর্শনী উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিল্পী শাহাবুদ্দিনের উপস্থিতি আমাদের মুগ্ধ করেছে। ১৯৭০ সালে যখন দুর্বোধ্য চিত্রকলার একটা জগৎ সৃষ্টি হয়েছিল, তার সঙ্গে শিল্পী শাহাবুদ্দিন গাঁটছড়া বাঁধেননি। তিনি নিজের একটি চিত্রজগৎ সৃষ্টি করেছেন। তাঁর জীবনটিই এক বিশাল ক্যানভাস। জানা গেছে, ‘শাহাবুদ্দিন, দ্য পেইন্টার দ্য ফাইটার’ শিরোনামে এ চিত্র প্রদর্শনী চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জীবনকর্মের বিভিন্ন সময়ের অর্ধশত আলোকচিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর