মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চুরির অভিযোগে তিন শিশুকে পিটুনি, চুল কেটে দিলেন মেয়র

নারায়ণগঞ্জ প্রতিনিধি

‘সাইজিং মিল’ নামক কারখানার মেশিনের নাটবল্টু চুরির অভিযোগে তিন শিশুকে পিটুনি দেওয়ার পর তাদের চুল কেটে দেন কারখানা মালিক এম এ হানিফ শিকদার। তিনি আবার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম শিকদার। গতকাল সকাল ১০টার দিকে পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা গেছে, প্রহৃত তিন শিশুই রামচন্দ্রদী মাদরাসার ছাত্র। এদের নাম বায়েজিদ (১০), সিয়াম (৮) ও আফরীদ (৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, ওরা মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে গোপালদী সাইজিং মিলের সামনে পড়ে থাকা কয়েকটি নাটবল্টু নিয়ে খেলা করছিল। জানতে পেয়ে মেয়র শিকদার ও তার লোকজন ওই তিনজনকে বাড়ি থেকে ধরে এনে হাত বেঁধে দুই ঘণ্টা আটক রেখে মারধর করেন। পরে রামচন্দ্রদী বাসস্ট্যান্ডে এনে তাদের মাথার চুল কেটে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। বায়েজিদের বাবা জাহাঙ্গীর বলেন, আমার ছেলেসহ তিন শিশুকে নির্যাতন করেছে, আমি এর বিচার চাই। মুঠোফোনে জানতে চাইলে মেয়র এম এ হালিম শিকদার বলেন, এরা নামমাত্র মাদরাসার ছাত্র। আসলে এরা চোর। একজনের পকেট থেকে মেশিনের ক্ষুদ্র চেইন উদ্ধারও করেছি। তারা এ পর্যন্ত কয়েক দফা চুরি করে প্রায় ৪-৫ লাখ টাকার যন্ত্রপাতি নিয়ে গেছে। তিনি বলেন, চোরেরা শিশু বয়সের। তাদের বিরুদ্ধে তো মামলা করতে পারি না। মারধরও করতে পারি না। তাই চুল কেটে দিয়েছি। যাতে এদের চোর হিসেবে মানুষ চিহ্নিত করতে পারে। ভবিষ্যতে যেন চুরি না করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর