বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা হিফজুল কুরআন প্রতিযোগিতা রাজশাহী ও রংপুর অডিশন শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও রংপুর

বসুন্ধরা গ্রুপের আয়োজনে হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলা জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা, ২০২৩-এর রাজশাহী বিভাগের অডিশন শুরু হয়েছে। খুদে হাফেজ প্রতিযোগীরা সকাল থেকে ছুটে আসেন রাজশাহীর বিভিন্ন প্রান্ত থেকে। গতকাল সকাল সাড়ে ৯টায় রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে শুরু হয় রেজিস্ট্রেশন পর্ব। ছয়টি বুথে রেজিস্ট্রেশন করা হয় কুরআনের পাখিদের। রেজিস্ট্রেশন শেষে সকাল সোয়া ১০টায় শুরু হয় অডিশন পর্ব। এ সময় ১৫ বছরের কম বয়সী ৩০ পারা হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলায় পরিণত হয় জাতীয় এই হিফজুল কুরআন প্রতিযোগিতা। রাজশাহীতে এখন ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’ রাজশাহী বিভাগের অডিশন চলছে কামারুজ্জামান মিলনায়তনে। প্রতিযোগিতার বিচারক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম শায়খুল হাদিস মুফতি মুহিউদ্দিন কাসেম জানান, রাজশাহী থেকে প্রথমে ৩০ জন নির্বাচিত করা হবে। এরপর ১০ জনকে বাছাই করা হবে। এরপর চূড়ান্তভাবে তিনজন পাবে ঢাকার প্রতিযোগিতার টিকিট। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে রংপুরে শেষ হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর’। রংপুর নগরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সকাল ৮টায় এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই বিভাগের আট জেলা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী থেকে প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতা চলে রাত পর্যন্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর