লক্ষ্মীপুরের রায়পুরে ভবনের জন্য মাটি খুঁড়তে গিয়ে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত ১৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসবের মধ্যে এসএমজি ও থ্রি নট থ্রি রাইফেল রয়েছে বলে পুলিশ জানায়। গতকাল উপজেলার রাখালিয়া এলাকার ইতালিপ্রবাসী চন্দনের নতুন ভবন নির্মাণের জন্য মাটি খঁড়তেই এ আগ্নেয়াস্ত্রগুলো পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ওই এলাকার ইতালি প্রবাসী মনোয়ার হোসেন চন্দনের জমিতে বহুতল ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকরা। তারা মাটি খুঁড়তে গিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো দেখতে পান। পুলিশ এসে এসএমজি, থ্রি নট থ্রি রাইফেলসহ মোট ১৬টি অস্ত্র উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। তবে যুদ্ধকালে মুক্তিযোদ্ধারা অস্ত্রগুলো মাটির নিচে রেখেছেন বলে ধারণা করছে এলাকাবাসী। লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, আগ্নেয়াস্ত্রগুলো পুরাতন। আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে বিষয়টি বিস্তারিত জানানো হবে।