শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী খন্দকার গোলাম রব্বানীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সকালে মৌলভীবাজারে র‌্যাব-২ ও র‌্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, গোলাম রব্বানী দীর্ঘ ৮ বছর ধরে পলাতক ছিলেন। যুদ্ধকালীন সময়ে তিনি জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন। গতকাল র‌্যাব-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালের ১৯ মে ময়মনসিংহের আদালতে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন একটি মামলা করেন। ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের বিচারক এজাহারটি গ্রহণ করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫টি পৃথক অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় খন্দকার গোলাম রব্বানীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রমের পর গত ২০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল খন্দকার গোলাম রব্বানীর বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ড  সাজা দেয়। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর