শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সরিষার বাম্পার ফলন

গোপালগঞ্জ প্রতিনিধি

সরিষার বাম্পার ফলন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরিষার বাম্পার ফলন হয়েছে। প্রতি হেক্টরে বারি সরিষা-১৮ দুই টন ফলেছে। উপজেলার সাদুল্যাহপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামে আয়োজিত মাঠ দিবসে কৃষক পরেশ ওঝার জমিতে উৎপাদিত বারি সরিষা-১৮ কাটা শেষে উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় এ তথ্য জানান। মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিশাত রহমান মিথুন। কৃষি কর্মকর্তা নিটুল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ দাস, সুবর্ণা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ নেতা প্রশান্ত বাড়ৈ, ইউপি সদস্য বিকাশ মল্লিক, নমিতা হালদার, উপসহকারী কৃষি কর্মকর্তা রমেন হালদার, করুনা বৈদ্যসহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ২০০ কৃষক-কৃষানি অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে। সাদুল্যাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা বৈদ্য বলেন, পাইকেরবাড়ী মাঠে আগামীতে সরিষার হলুদ ঢেউ উঠবে। ওই মাঠে যারা সরিষার আবাদ করেছেন, তারা সরিষার বাম্পার ফলন পেয়ে লাভবান হয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, সরকার ভোজ্য তেল আমদানি নির্ভরতা কমাতে তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে। উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ বৃদ্ধি করা গেলে তেলের উৎপাদন বাড়বে। ভোজ্য তেলের আমাদনি নির্ভরতা কমে আসবে।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে বলেন, আমাদের উৎসাহে কৃষকরা এ বছর প্রণোদনার সার, বীজসহ অন্যান্য উপকরণ পেয়ে সরিষা আবাদ বাড়িয়েছেন। তারা সরিষার বাম্পার ফলন পেয়ে বেশ লাভবান হয়েছেন। 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর