সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

১৬ মার্চ শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ‘ঢাকা মোটর শো’

নিজস্ব প্রতিবেদক

অটোমোবাইল প্রেমী ও ব্যবসায়ীদের অত্যাধুনিক ও মোডিফাইড মোটরগাড়ি, মোটরসাইকেল এবং অটোমোটিভ শিল্পের যন্ত্রাংশের সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাজধানীতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘১৬তম ঢাকা মোটর শো ২০২৩’। ১৬ থেকে ১৮ মার্চ রাজধানী ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক এ প্রদর্শনীর আয়োজন করেছে ‘সেমস-গ্লোবাল ইউএসএ’। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবালের প্রেসিডেন্ট এবং গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) এস এস সারোয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের পরিচালক অভিষেক দাস। মেহেরুন জানান, ‘১৬তম ঢাকা মোটর শো ২০২৩’-এর সঙ্গে একইসঙ্গে একই স্থানে ‘সপ্তম ঢাকা বাইক শো ২০২৩’, ‘ষষ্ঠ ঢাকা অটোপার্টস শো ২০২৩’ এবং ‘পঞ্চম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৩’ আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। ঢাকা মোটর শোসহ এই চারটি প্রদর্শনীতে জাপান, চীন, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ১৫টি দেশের বিভিন্ন ব্র্যান্ড অংশ নেবে। ৫৫০টি বুথের মাধ্যমে নিজেদের মোটরগাড়ি, মোটরসাইকেল ও বিভিন্ন আনুষঙ্গিক যন্ত্রাংশ প্রদর্শন করবে ৩৩০টি প্রদর্শক। এ ছাড়া ২৫টির বেশি ভারতীয় কোম্পানি এই প্রদর্শনীতে অংশ নেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর