শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য উৎপাদন করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বিএসটিআই লোগো ব্যবহার করে পণ্য উৎপাদন করায় একটি ল্যাবরেটরিজে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে নগরীর মাহিগঞ্জ গোদাশিমলা এলাকায় ইকোটেক নামে ল্যাবরেটরিজে অভিযান চালান বিএসটিআইর একটি দল। বিএসটিআই সূত্রে জানা গেছে, ইকোটেক ল্যাবরেটরিজ প্রতিষ্ঠানটি বিএসটিআইর অনুমোদন গ্রহণ ছাড়াই অবৈধভাবে বিএসটিআইর লোগো ব্যবহার করে ইকো টেস্টিলাইম লেমন ফ্লেভার সফট ড্রিংকস পাউডার উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি বিতরণ করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৩ ধারায় অপরাধ আমলে নিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন ওই প্রতিষ্ঠানের মালিককে। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ফারুক।

প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার মারুফা বেগম ও খন্দকার জামিনুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর