সোমবার, ২০ মার্চ, ২০২৩ ০০:০০ টা
তনু হত্যাকান্ডের সাত বছর

বিচারের অপেক্ষায় দিন গুনে চলেছেন মা আনোয়ারা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকান্ডের সাত বছর পূর্ণ হচ্ছে আজ (২০ মার্চ)। এ সাত বছরে চারবার পুলিশের তদন্ত সংস্থা ও পাঁচবার তদন্ত কর্মকর্তা বদল হলেও খুনিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তারপরও বিচার পাওয়ার অপেক্ষায় দিন গুনে চলেছেন তনুর মা আনোয়ারা বেগম।  আনোয়ারা বেগম বলেন, ‘গরিব বলে বিচার পাই না বাবা। সুখের আশায় যে মেয়েরে পালছি, সে মেয়ে আজ নাই। মৃত্যুর এক দিন আগেও মেয়ের হত্যার বিচার দেখে যেতে চাই।’ কান্নাজড়িত কণ্ঠে তিনি গতকাল বলেন, ‘শুক্রবার মেয়ের মৃত্যুবার্ষিকীতে দুই মসজিদে মিলাদ পড়িয়েছি। অন্যান্য বছর পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা একাধিকবার ঘটনাস্থলে আসতেন। আমাদের সঙ্গে কথা বলতেন। সর্বশেষ দুই মাস আগে পিবিআই একবার ঘটনাস্থলে আসছে বলে শুনেছি। তবে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।’ এ বিষয়ে পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, তনুর মামলার বিষয়ে তদন্তের তেমন কোনো অগ্রগতি নেই। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর