শিরোনাম
শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ডিসিকে ‘স্যার’ না বলা নিয়ে শিক্ষক অবস্থানের প্রীতিকর সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনকে ‘স্যার’ সম্বোধন না করাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সহযোগী অধ্যাপক উমর ফারুক রংপুরের প্রথম শহীদ শংকু সমজদারের নামে একটি প্রাথমিক স্কুল গত তিন বছর ধরে চালাচ্ছেন। স্কুলটির বিষয়ে কথা বলার জন্য তিনি বুধবার সন্ধ্যায় ডিসির সঙ্গে দেখা করতে যান। এ সময় স্যার সম্বোধন না করায় ডিসি ক্ষোভ প্রকাশ করলে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। বেরিয়ে এসে শিক্ষক উমর ফারুক ডিসি অফিস ভবনের নিচে প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তাঁর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ‘রংপুরের জেলা প্রশাসক ‘স্যার’ ডাকতে বাধ্য করায় অবস্থান কর্মসূচি।’ সঙ্গে তাঁর কন্যাশিশু অক্ষরও ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন বেরোবি কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। ফেসবুকে পোস্ট দেখে এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দেন। রাত ৯টার পর জেলা  প্রশাসক ঘটনাস্থলে গিয়ে দুঃখ প্রকাশ করেন। পরে ডিসি ও শিক্ষক উমর ফারুক ফটোসেশন করে পরিস্থিতির সন্তোষজনক সমাপ্তি ঘটান।

সর্বশেষ খবর