বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে প্রথম নারী সেক্রেটারি হিসেবে টানা দুই দফা দায়িত্ব পালনের পর সভাপতি হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রপ্রবাসীরা ফরিদা ইয়াসমিনকে বিপুলভাবে সংবর্ধিত করেছেন। একই সঙ্গে বিশেষ সম্মান জানিয়েছে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব (এবিপিসি)’ এবং ‘সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১’-এর যুক্তরাষ্ট্র শাখা। এ উপলক্ষে ২৫ মার্চ ইফতার মাহফিলের আগে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের কাছে গুলশান টেরেস মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর সমাবেশে বিপুল করতালির মধ্যে তাঁকে সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করা হয়। এ সময় সাংবাদিক, সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ছাড়াও ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী। ছিলেন কূটনীতিক-বুদ্ধিজীবী-লেখক-কবি-সাহিত্যিকরাও। ক্রেস্ট প্রদানের আগে সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী ফরিদা ইয়াসমিনকে এর আগে ‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ প্রদান করা হয়। সাংগঠনিকভাবে দক্ষ এবং অমায়িক বৈশিষ্ট্যের ফরিদা ইয়াসমিনকে আবারও সম্মান জানাতে পেরে এবিপিসি ও সেক্টর কমান্ডারস ফোরাম গৌরববোধ করছে। ফরিদা ইয়াসমিনও তাঁর বক্তব্যে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। তিনি বলেন, এমন সম্মাননা আমাকে আরও ভালো কাজে উৎসাহিত করবে। ক্রেস্ট প্রদানে বিশিষ্টজনদের মধ্যে অংশ নেন এবিপিসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সহসভাপতি তপন চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার পপি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, যুগ্মসম্পাদক শাহ ফারুক, কোষাধ্যক্ষ জামান তপন, সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন, প্রচার সম্পাদক শহিদুল্লাহ কাইছার, নির্বাহী সদস্য কানু দত্ত, রাজুব ভৌমিক, আলিম খান আকাশ এবং সেক্টর কমান্ডারস ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর (অব.) মঞ্জুর আহমেদ, শহীদ হাসান প্রমুখ।
শিরোনাম
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
ফরিদা ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রে সংবর্ধনা
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর