বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে প্রথম নারী সেক্রেটারি হিসেবে টানা দুই দফা দায়িত্ব পালনের পর সভাপতি হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রপ্রবাসীরা ফরিদা ইয়াসমিনকে বিপুলভাবে সংবর্ধিত করেছেন। একই সঙ্গে বিশেষ সম্মান জানিয়েছে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব (এবিপিসি)’ এবং ‘সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১’-এর যুক্তরাষ্ট্র শাখা। এ উপলক্ষে ২৫ মার্চ ইফতার মাহফিলের আগে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের কাছে গুলশান টেরেস মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর সমাবেশে বিপুল করতালির মধ্যে তাঁকে সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করা হয়। এ সময় সাংবাদিক, সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ছাড়াও ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী। ছিলেন কূটনীতিক-বুদ্ধিজীবী-লেখক-কবি-সাহিত্যিকরাও। ক্রেস্ট প্রদানের আগে সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী ফরিদা ইয়াসমিনকে এর আগে ‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ প্রদান করা হয়। সাংগঠনিকভাবে দক্ষ এবং অমায়িক বৈশিষ্ট্যের ফরিদা ইয়াসমিনকে আবারও সম্মান জানাতে পেরে এবিপিসি ও সেক্টর কমান্ডারস ফোরাম গৌরববোধ করছে। ফরিদা ইয়াসমিনও তাঁর বক্তব্যে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। তিনি বলেন, এমন সম্মাননা আমাকে আরও ভালো কাজে উৎসাহিত করবে। ক্রেস্ট প্রদানে বিশিষ্টজনদের মধ্যে অংশ নেন এবিপিসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সহসভাপতি তপন চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার পপি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, যুগ্মসম্পাদক শাহ ফারুক, কোষাধ্যক্ষ জামান তপন, সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন, প্রচার সম্পাদক শহিদুল্লাহ কাইছার, নির্বাহী সদস্য কানু দত্ত, রাজুব ভৌমিক, আলিম খান আকাশ এবং সেক্টর কমান্ডারস ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর (অব.) মঞ্জুর আহমেদ, শহীদ হাসান প্রমুখ।
শিরোনাম
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক