শিরোনাম
সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

খুলনায় সাশ্রয়ী মূল্যে বসুন্ধরা গ্রুপের ২১ পণ্যের ট্রাক সেল শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সাশ্রয়ী মূল্যে বসুন্ধরা গ্রুপের ২১ পণ্যের ট্রাক সেল শুরু

পবিত্র রমজান উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ খুলনা নগরীতে সাশ্রয়ী মূল্যে ট্রাকে করে ২১ ধরনের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধগতির বাজারে মিল রেটে পণ্য বিক্রি করছেন তারা। তুলনামূলক কম দামে বসুন্ধরার পণ্য কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। ‘বসুন্ধরার পণ্য, ভোক্তার জন্য’ স্লোগান নিয়ে গতকাল সকাল ১০টায় নগরীর বয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বসুন্ধরার নিত্যপণ্যের ট্রাক সেল শুরু হয়। এর আগে শনিবার সকাল থেকে গল্লামারী এলাকায় পণ্য বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উইং ম্যানেজার, খুলনা মাহমুদুল হাসান, ডিভিশনাল ম্যানেজার (সেলস), খুলনা কামাল হোসেন, টেরিটরি এক্সিকিউটিভ, খুলনা মো. খলিলুজ্জামান। রমজানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর বিভিন্ন জনবহুল স্থানে এ কার্যক্রম চলমান রাখবে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উইং ম্যানেজার মাহমুদুল হাসান বলেন, বসুন্ধরা গ্রুপ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সারা দেশের মতো খুলনা নগরীতে ট্রাক সেলের মাধ্যমে সুলভমূল্যে পণ্য বিক্রির এ উদ্যোগ নিয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত রমজানের প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পণ্য বিক্রি করা হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর