বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ক্যাম্পের বিদ্যুৎ বিল বকেয়া ৮০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালনরত এপিবিএন পুলিশ চেকপোস্ট ও ক্যাম্পের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ৮০ লাখ ১৮ হাজার ৩৪৩ টাকা। সংসদীয় কমিটি এসব বিল রোহিঙ্গাদের পুনর্বাসনে নিয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে পরিশোধের সুপারিশ করলে জানা যায়, জাতিসংঘের ‘রিফুজি রিলিফ অ্যান্ড রিপেট্রিয়েশন কমিশনার’ (আরআরআরসি) অফিসকে এসব বিল পরিশোধের ব্যবস্থা নিতে বলা হয়েছে। আরআরআরসি অফিস থেকে জানানো হয়, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তাদের নিয়ন্ত্রিত ৩৩টি সিআইসি অফিসের বিদ্যুৎ বিল জাতিসংঘের প্রতিষ্ঠান ‘ইউএনএইচসিআর’-এর পক্ষ থেকে পরিশোধ করা হচ্ছে। তহবিল প্রাপ্তি সাপেক্ষে এপিবিএন পুলিশ ক্যাম্পের বকেয়া ও ভবিষ্যৎ বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’-এর ২৮তম বৈঠকের কার্যপত্র থেকে এসব তথ্য জানা যায়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মোঃ হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং রুমানা আলী বৈঠকে অংশগ্রহণ করেন। কার্যপত্র থেকে আরও জানা যায়, কমিটির সুপারিশ মোতাবেক আনসার, পুলিশ, এপিবিএন, কোস্টগার্ড ও র‌্যাব সদস্যদের ঝুঁকিভাতা প্রদানের বিষয়ে ‘রিফুজি রিলিফ অ্যান্ড রিপেট্রিয়েশন কমিশনার’ (আরআরআরসি) অফিসের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্রস্তাব চাওয়া হয়েছে।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে পুলিশ অধিদফতর কর্তৃক বাংলাদেশ পুলিশের কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আলোচনা করা হয়।

বৈঠকে স¦রাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগের সচিবদ্বয়, পুলিশ অধিদফতরের পরিচালকসহ সংস্থার প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর