কক্সবাজারের টেকনাফের নাফনদ ও সেন্টমার্টিনে পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা এবং ১ হাজার গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি ও কোস্টগার্ড। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে বিজিবির টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারী হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী নয়াপাড়া আব্দুর রহিমের ছেলে রফিক মিয়া (১৯)কে আটক করেছে। অপরদিকে টেকনাফের সেন্টমার্টিনে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১ হাজার গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ২৩৭ ক্যান বিয়ার জব্দ করেছে। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        