বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কোমল পানীয় পান করে এক পরিবারের পাঁচজন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে কোমল পানীয় পান করে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে মহানগরের শাহজালাল উপশহরে এ ঘটনা ঘটে। কোমল পানীয় পান করার পর অজ্ঞান হয়ে পড়েন তারা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসায় তাদের জ্ঞান ফেরে। গতকাল পর্যন্ত তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জানা যায়, শাহজালাল উপশহরের এইচ ব্লকের ৩ নম্বর রোডের আলী হোসেনের বাসার ভাড়াটে শামসুল হকের ঘরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার ভাতিজা রাজু আহমদ আসেন। এ সময় তিনি একটি ২ লিটারের কোমল পানীয়র বোতল নিয়ে আসেন। সেই পানীয় শামসুল হকের স্ত্রী কামরুন্নেছা (৩৫), মেয়ে এলমিনা (১৪), রুবিনা বেগম (১৭) ও লুবনা বেগম (১০) এবং ছেলে তামীম আহমদ (৪) পান করেন। পানীয় পানের পরই তারা অজ্ঞান হয়ে যান। পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফেরে। তবে গতকাল পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি ছিলেন। এদিকে ঘটনার পর থেকে রাজু উধাও। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বুলুই গ্রামের বাসিন্দা। তার নিয়ে আসা কোমল পানীয়ের বোতলের নিচে সাদা পাউডার দেখতে পাওয়া যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর