মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মুজিবনগর দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদায় গতকাল ১৭ এপ্রিল সারা দেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বনানী কবরস্থানে মুজিবনগর সরকারের কর্ণধার সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও এম মনসুর আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও মোনাজাত করেন। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর স্মৃৃতিসৌধ প্রাঙ্গণে শেখ হাসিনা মঞ্চে বিশেষ জমায়েতের আয়োজন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিম লীর সদস্য কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দলের সভাপতিম লীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্ণা, নির্মল কুমার চ্যাটার্জি, মেহেরপুর জেলা সভাপতি ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর