শুক্রবার, ৫ মে, ২০২৩ ০০:০০ টা

অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচার হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচার হবে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০১৩, ’১৪ ও ’১৫ সালে বিএনপি-জামায়াতের নেতাদের নির্দেশে সন্ত্রাসীরা রাজনৈতিক দাবি আদায়ের নামে পেট্রলবোমা মেরে অগ্নিসন্ত্রাস চালিয়েছে। মানুষ মেরেছে। যারা বোমা মেরেছে শুধু তাদের নয়, যারা হুকুমদাতা, অর্থদাতা তাদেরও বিচার হতে হবে। না হলে এ ধরনের অপরাধ আরও ঘটবে। গতকাল দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ সংগঠন আয়োজিত ‘মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের দাবিতে প্রতীকী অনশন’ শীর্ষক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে আগত পেট্রলবোমায় আহত ও নিহতদের স্বজনদের পানি পান করিয়ে অনশন ভাঙান তথ্যমন্ত্রী। কর্মসূচিতে পেট্রলবোমা হামলায় আহত সংসদ সদস্য খোদেজা নাসরিন সভাপতিত্ব করেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের বোমাবাজির হাত থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে স্কুলগামী বালকবালিকারাও রেহাই পায়নি।

সাত সমুদ্র তেরো নদীর ওপারে লন্ডনের পাঠানো হুকুমে মির্জা ফখরুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ বিএনপি নেতারা এ অগ্নিসন্ত্রাস বাস্তবায়ন করেছেন। সবাই সমান অপরাধী। বোমা হামলায় ক্ষতিগ্রস্তরা আজ বিচারের দাবি নিয়ে এসেছেন। মির্জা ফখরুল শুধু বড় বড় কথা বলেন। তার দল যে অপরাধ করেছে তার দায় তাকেও নিতে হবে। সব অপরাধীরই বিচার হতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর