রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

রবীন্দ্রজয়ন্তীর জন্য সাজছে পতিসর

বাবুল আখতার রানা, নওগাঁ

রবীন্দ্রজয়ন্তীর জন্য সাজছে পতিসর

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তীর (২৫ বৈশাখ) মূল অনুষ্ঠান এবার হচ্ছে নওগাঁর পতিসর কাচারি বাড়িতে। আগামীকালের এ অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা রং ও বর্ণে সাজিয়ে তোলা হচ্ছে কাচারি বাড়ির আঙিনা। বিশ্বকবির স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের কালিগ্রাম পরগনার পতিসরে অবস্থিত এই কাচারি বাড়ি। বাড়িটি এখন প্রত্নতত্ত্ব অধিদফতর কর্তৃক পরিচালিত। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, কাচারি বাড়ি পতিসরে কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন দিনব্যাপী জাতীয়ভাবে রবীন্দ্র জন্মোৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে রবীন্দ্র গবেষকরা কবিগুরুকে নিয়ে স্মারক আলোচনা করবেন। এ ছাড়া প্রধান ও বিশেষ অতিথিদের আলোচনা পর্ব শেষ হওয়ার পর জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। জন্মোৎসবের প্রথম দিনে কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে বেলা আড়াইটায় অনুষ্ঠানের উদ্বোধন শেষে স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর