গাজীপুর-২ আসনের সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদাতবার্ষিকী আজ। এ উপলক্ষে টঙ্গী ও তার নিজ গ্রাম গাজীপুরের হায়দরাবাদে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত ও নেতা-কর্মীরা কালোব্যাজ ধারণ করবেন। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। পাশাপাশি টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।