রবিবার, ২১ মে, ২০২৩ ০০:০০ টা

সম্মাননা পেলেন মতিউর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

সম্মাননা পেলেন মতিউর রহমান চৌধুরী

সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য ‘এ বি এম মূসা-সেতারা মূসা’ ফাউন্ডেশন থেকে আজীবন সম্মাননা পেয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ বি এম মূসার ৯২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক গোলাম রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের উপস্থাপনায় অনুষ্ঠানে ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন অধ্যাপক শারমিন মূসা। ‘রাজনীতির বাঁক বদল এবং সাংবাদিকের আদর্শ ও নীতি প্রসঙ্গ’ শীর্ষক স্মারক বক্তব্য দেন লেখক ও সাংবাদিক আবুল মোমেন। আরও বক্তব্য দেন সমকাল সম্পাদক মোজাম্মেল হোসেন, সিনিয়র সাংবাদিক অজয় দাসগুপ্ত, শফিকুল করিম সাবু, হাসান হাফিজ, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু এবং মানবজমিন সম্পাদক ও সংবাদ উপস্থাপিকা মাহবুবা চৌধুরী। মতিউর রহমান চৌধুরী বলেন, এ বি এম মূসা আজীবন সত্য ও ন্যায়ের কথা বলেছেন। তাঁর নীতি এবং আদর্শ আজও গণমাধ্যমের জন্য অনুসরণীয়। এ সম্মাননা দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

অজয় দাসগুপ্ত বলেন, বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে মতিউর রহমান চৌধুরী একটি অধ্যায়। রিপোর্টিংয়ে মতিউর রহমান চৌধুরী নতুন ধারা তৈরি করেছেন।

মোজাম্মেল হোসেন বলেন, মতিউর রহমান চৌধুরী সম্পাদিত মানবজমিন আকারে ট্যাবলয়েড হলেও চরিত্রে গুরুত্বপূর্ণ দৈনিক।

অধ্যাপক গোলাম রহমান বলেন, এ বি এম মূসা নিজেই একটি প্রতিষ্ঠান ছিলেন। তিনি ছিলেন সাংবাদিকতার একজন শিক্ষক।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর