৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন। গতকাল এই ফলাফল কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইট ছাড়াও মোবাইলে মেসেজ দিয়েও ফল পাওয়া যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে PSC স্পেস ৪৫ স্পেস রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
গত ১৯ মে বিসিএসের এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।