শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

রাষ্ট্রক্ষমতায় কারা আসবে নির্ধারণ করবে জনগণ : খেলাফত আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

দেশের রাজনীতির আকাশে শকুনের ওড়াউড়ি লক্ষ্য করা যাচ্ছে। জনমতকে সম্মান না দেখানোয় বিদেশিরা প্রভু সেজে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপের সাহস দেখাচ্ছে। প্রধান রাজনৈতিক দলগুলো এর দায় এড়াতে পারে না। বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় কারা আসবে, কারা থাকবে তা এ দেশের জনগণই নির্ধারণ করবে। মানুষ নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির ও ঢাকা মহানগরীর আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী গতকাল রাজধানীর শনিরআখড়ায় লাকী কমিউনিটি সেন্টারে সংগঠনের কদমতলী থানার কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। হাফেজ কারি রেজাউল করিমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর