বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন ক্রাউন সিমেন্ট পিএলসির ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির। গতকাল ঢাকায় বিসিএমএ কার্যালয়ে অনুষ্ঠিত ২৪তম বার্ষিক সাধারণ সভায় মো. আলমগীর কবিরকে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। এ ছাড়া ওই সভায় কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. ইমরান করিম প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক পারভেজ দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
বিসিএমএ’র পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট মো. আলমগীর কবির দেশের অন্যতম শীর্ষ শিল্পোদ্যোক্তা। তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসির ভাইস চেয়ারম্যান, জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান এবং প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি