বাগেরহাটের রামপালের কয়লাভিত্তিক মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রে চার দিনের ব্যবধানে এসেছে আরও ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা। বাংলাদেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে করে ইন্দোনেশিয়া থেকে আনা এই কয়লার মধ্যে ২১ হাজার ৭০০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে খালাসের পর লাইটার জাহাজে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে আনা হয়েছে। বাকি ২৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে বসুন্ধরা ইমপ্রেস জাহাজটি গতকাল সকালে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় নোঙর করেছে। দুপুর থেকে এসব কয়লা খালাসের পর লাইটার জাহাজে রামপালে মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল ইয়ার্ডে নেওয়ার কাজও শুরু হয়েছে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ২১ অক্টোবর ইন্দোনেশিয়ার মুয়ারাপান্তাই বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস। জাহাজটিতে থাকা ২১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা চট্টগ্রাম বন্দরে খালাসের পর লাইটার জাহাজে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকি ২৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে বসুন্ধরার জাহাজটি মোংলা বন্দরে নোঙর করেছে। দুপুর থেকে এসব কয়লা খালাসের পর লাইটার জাহাজে রামপালে মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল ইয়ার্ডে নেওয়ার কাজও শুরু হয়েছে। এর আগে বুধবার ইন্দোনেশিয়া থেকে আরও ৫৪ হাজার ৭০ মেট্রিক টন কয়লা আনা হয়। রামপালে কয়লাভিত্তিক ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন ৫ হাজার মেট্রিক টন কয়লা প্রয়োজন বলেও জানান এই কর্মকর্তা।
শিরোনাম
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
রামপালের কয়লা নিয়ে মোংলায় বসুন্ধরা ইমপ্রেস জাহাজ
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর