ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুরে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসুন্ধরা ফাউন্ডেশনের ৬৯তম সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে বসুন্ধরা ফাউন্ডেশন ঋণ বিতরণ করে যাচ্ছে। গতকাল বসুন্ধরা ফাউন্ডেশনের স্থানীয় কার্যালয়ে ঋণ বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক এবং দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম নাছিমুল হাই এফসিএস, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমূন কবির। প্রধান অতিথি ইমদাদুল হক মিলন বলেন, পৃথিবীর এমন কোনো দেশ পাবেন না যেখানে ঋণের বিনিময়ে সুদ দিতে হয় না। বসুন্ধরার আর্থিক সহায়তায় স্বচ্ছ হোন, নিজের পায়ে দাঁড়ান। বাংলাদেশের স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ ধারাবাহিকভাবে মানুষের কল্যাণে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ করছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সাহেবের একটাই চিন্তা- মানুষের কল্যাণ হোক। সারা দেশে সীমান্ত এলাকাসহ চর ও উপকূলীয় অঞ্চলে যেখানে শিক্ষার আলো পৌঁছেনি, ওইসব এলাকায় বিদ্যালয় স্থাপন করে শিক্ষার আলো ছড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। বিশেষ অতিথি এম নাছিমুল হাই এফসিএস বলেন, অর্থনৈতিকভাবে দুর্বলদের মাঝে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ কার্যক্রমটি অন্তত গুরুত্বপূর্ণ। নদী এলাকা বাঞ্ছারামপুরের মানুষ ঋণ গ্রহণ করে যেভাবে বিনিয়োগ করছে, তারা বেশিদিন আর অসচ্ছল থাকবে না। সভাপতির বক্তব্যে ময়নাল হোসেন চৌধুরী বলেন, বসুন্ধরা গ্রুপ শুধু সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণই করে না, গরিব অসহায় মানুষের মাঝে ওষুধসহ স্বাস্থ্যসেবা ফ্রি প্রদান করে থাকে। গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে মাসিক উপবৃত্তি প্রদান করে। গরিব মেয়েদের মাঝে প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ করে। বসুন্ধরা গ্রুপ এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে যাতে তৃণমূল মানুষকে সামনে এগিয়ে নিয়ে আসতে পারে। যার মাধ্যমে পাল্টে যাবে গ্রামীণ অর্থনীতির চিত্র। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। দেশের অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন ক্রান্তিকালে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বসুন্ধরা গ্রুপ। আজ পর্যন্ত প্রায় ২৫ হাজার ৯২৩ জন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বসুন্ধরা গ্রুপের সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ পেয়ে ৩৩টি স্কিমের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আজকে ২৮০ জন উপকারভোগীর মাঝে ৪২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। এ ঋণ শুধু মহিলাদের মাঝে বিতরণ করা হয়; যা তারা হাঁস-মুরগি, গরু-ছাগল, শাকসবজি চাষসহ ৩২ প্রকার কাজে বিনিয়োগ করে খুবই উপকার পাচ্ছেন। ২০০৫ সাল থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সাহেবের সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত ঋণ দেওয়া হচ্ছে। এ ঋণের পরিধি প্রথম দিকে শুধু বাঞ্ছারামপুর উপজেলায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে পাশের উপজেলা হোমনা ও নবীনগরে বিস্তার লাভ করেছে। দুলারামপুর গ্রামের মেরিনা আক্তার (২৫) বলেন, ‘এ টাকা নিয়া একটা বাছুর কিনমো, জমির ঘাস খাওয়াইয়া বড় করতে পারলে অনেক লাভ হইব।’ চরছয়ালী গ্রামের শিরিন আক্তার (৫০) বলেন, ‘এই টেহাগুলি আমার অনেক কাজে লাগব। ছুঢু ছুঢু হাঁস-মুরগির বাচ্চা কিনমো, ছয় মাসের মধ্যে আমার টেহাগুলো ডাবল হইবো। আল্লাহর কাছ বসুন্ধরার মালিকগো লাইগা দোয়া করমো।’ চরনিলখী গ্রামের সাবিত্রী দাস (৩৫) বলেন, ‘আমার জামাই মাছ কিন্না কিন্না বেচে। এই টেহা দিয়া লাভ কইরা আমার সংসারটা সুন্দর কইরা চালামো। ভগবানের কাছে কমো বসুন্ধরার হেগরে যাতে ভালো রাখে। দেশে কেহ মাগনা টেহা দেয় না, বসুন্ধরা দেয়।’
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর