বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

৪৩তম বিসিএস : ক্যাডার ২১৬৩, নন-ক্যাডার ৬৪২

নিজস্ব প্রতিবেদক

৪৩তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২ হাজার ৮০৫ জন নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েছেন। তাদের মধ্যে ক্যাডার ২ হাজার ১৬৩ জন এবং নন-ক্যাডার ৬৪২ জন। গতকাল এ ফল প্রকাশ করা হয়।

ফলাফলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০-এ বিভিন্ন ক্যাডারের ২ হাজার ২১৮টি শূন্য পদের বিপরীতে ২ হাজার ১৬৩টি পদে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করার জন্য যোগ্য প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হলো। প্রশাসনে ৩০০ জন, পররাষ্ট্রে ২৫ জন, পুলিশে ১০০ জন, কর-এ ১০১ জন, কৃষিতে ২০০ জনসহ বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ করা হয়।

অন্যদিকে নন-ক্যাডার পদে ১ হাজার ৩৪২টি শূন্য পদে নিয়োগের জন্য পছন্দক্রম নিলেও যোগ্য প্রার্থী না পাওয়ায় মাত্র ৬৪২টি পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ খবর