ঢাকায় জাতীয় পার্টির (জাপা) ৬৭১ জনের দল থেকে পদত্যাগ করার ঘটনা সাজানো নাটক- এ মন্তব্য জাপার কো-চেয়ারম্যান মোস্তফার। তবে জাপা থেকে বহিষ্কৃৃত রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার মতে, পদত্যাগে জাপার বিভক্তি আরও বাড়ল। পদত্যাগ করা নেতারা আরেকটি জাতীয় পার্টি করতে পারেন। জানা গেছে, ঢাকায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের পদত্যাগের বিষয়টি রংপুরে বেশ আলোচনায় রয়েছে। অনেকে মনে করছেন, এমনিতে দেবর-ভাবির দ্বন্দ্বে জাতীয় পার্টির বেহাল দশা। এই দ্বন্দ্ব নির্বাচনেও কিছুটা প্রভাব ফেলেছে। সর্বশেষ বিরাট একটি অংশ পদত্যাগ করায় জাতীয় পার্টির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু নেতা-কর্মী। অনেকে মনে করছেন, পদত্যাগকারী নেতারা রওশন এরশাদের সঙ্গে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে জাপা চেয়ারম্যান জি এম কাদের কিছুটা দুর্বল হতে পারেন। তবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, এটি একটি সাজানো নাটক। যারা পদত্যাগ করেছেন তারা দল থেকে বহিষ্কৃত। তাদের জনগণের সঙ্গে সম্পর্ক নেই। এরা জাপার সাইনবোর্ড ব্যবহার করে ব্যবসা করে চলত। এখন দল তাদের বহিষ্কার করায় নিজেদের জাহির করার জন্য পদত্যাগের নাটক করেছে। তিনি আরও বলেন, জাপার দুর্গ রংপুরসহ পুরো বিভাগে জাপা থেকে পদত্যাগ করা কোনো নেতা-কর্মী নেই। ওরা ঢাকা সিটির বিভিন্ন ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার নেতা পরিচয় দিয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। এতে দলের ওপর সামান্য প্রভাব পড়েনি। আর ভবিষ্যতে পড়ার কোনো সম্ভাবনা নেই। গণমাধ্যমে কাভারেজ পাওয়ার জন্য পদত্যাগের বিষয়টি বেছে নিয়েছেন তারা। তবে জাপা থেকে বহিষ্কৃত জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা মনে করেন, এতে দলের বিভক্তি বাড়ল। এতে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। পদত্যাগকারীরা রওশন এরশাদপন্থিদের সঙ্গে যোগ দেবেন কি না এমন প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, রাজনীতিতে অনেক কিছুই হতে পারে। যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে রাজনীতি হতে পারে আবার না-ও হতে পারে। কারণ আমরা প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আদর্শে বিশ্বাসী। যারা এরশাদের আদর্শ বিশ্বাস করবে তাদের সঙ্গেই আমরা থাকব।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
৬৭১ জনের দলত্যাগ
রাঙ্গার মতে জাপায় বিভক্তি বাড়ল মোস্তফা বলেন, এটা নাটক
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর