ঢাকায় জাতীয় পার্টির (জাপা) ৬৭১ জনের দল থেকে পদত্যাগ করার ঘটনা সাজানো নাটক- এ মন্তব্য জাপার কো-চেয়ারম্যান মোস্তফার। তবে জাপা থেকে বহিষ্কৃৃত রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার মতে, পদত্যাগে জাপার বিভক্তি আরও বাড়ল। পদত্যাগ করা নেতারা আরেকটি জাতীয় পার্টি করতে পারেন। জানা গেছে, ঢাকায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের পদত্যাগের বিষয়টি রংপুরে বেশ আলোচনায় রয়েছে। অনেকে মনে করছেন, এমনিতে দেবর-ভাবির দ্বন্দ্বে জাতীয় পার্টির বেহাল দশা। এই দ্বন্দ্ব নির্বাচনেও কিছুটা প্রভাব ফেলেছে। সর্বশেষ বিরাট একটি অংশ পদত্যাগ করায় জাতীয় পার্টির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু নেতা-কর্মী। অনেকে মনে করছেন, পদত্যাগকারী নেতারা রওশন এরশাদের সঙ্গে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে জাপা চেয়ারম্যান জি এম কাদের কিছুটা দুর্বল হতে পারেন। তবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, এটি একটি সাজানো নাটক। যারা পদত্যাগ করেছেন তারা দল থেকে বহিষ্কৃত। তাদের জনগণের সঙ্গে সম্পর্ক নেই। এরা জাপার সাইনবোর্ড ব্যবহার করে ব্যবসা করে চলত। এখন দল তাদের বহিষ্কার করায় নিজেদের জাহির করার জন্য পদত্যাগের নাটক করেছে। তিনি আরও বলেন, জাপার দুর্গ রংপুরসহ পুরো বিভাগে জাপা থেকে পদত্যাগ করা কোনো নেতা-কর্মী নেই। ওরা ঢাকা সিটির বিভিন্ন ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার নেতা পরিচয় দিয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। এতে দলের ওপর সামান্য প্রভাব পড়েনি। আর ভবিষ্যতে পড়ার কোনো সম্ভাবনা নেই। গণমাধ্যমে কাভারেজ পাওয়ার জন্য পদত্যাগের বিষয়টি বেছে নিয়েছেন তারা। তবে জাপা থেকে বহিষ্কৃত জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা মনে করেন, এতে দলের বিভক্তি বাড়ল। এতে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। পদত্যাগকারীরা রওশন এরশাদপন্থিদের সঙ্গে যোগ দেবেন কি না এমন প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, রাজনীতিতে অনেক কিছুই হতে পারে। যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে রাজনীতি হতে পারে আবার না-ও হতে পারে। কারণ আমরা প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আদর্শে বিশ্বাসী। যারা এরশাদের আদর্শ বিশ্বাস করবে তাদের সঙ্গেই আমরা থাকব।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
৬৭১ জনের দলত্যাগ
রাঙ্গার মতে জাপায় বিভক্তি বাড়ল মোস্তফা বলেন, এটা নাটক
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর