ঢাকায় জাতীয় পার্টির (জাপা) ৬৭১ জনের দল থেকে পদত্যাগ করার ঘটনা সাজানো নাটক- এ মন্তব্য জাপার কো-চেয়ারম্যান মোস্তফার। তবে জাপা থেকে বহিষ্কৃৃত রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার মতে, পদত্যাগে জাপার বিভক্তি আরও বাড়ল। পদত্যাগ করা নেতারা আরেকটি জাতীয় পার্টি করতে পারেন। জানা গেছে, ঢাকায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের পদত্যাগের বিষয়টি রংপুরে বেশ আলোচনায় রয়েছে। অনেকে মনে করছেন, এমনিতে দেবর-ভাবির দ্বন্দ্বে জাতীয় পার্টির বেহাল দশা। এই দ্বন্দ্ব নির্বাচনেও কিছুটা প্রভাব ফেলেছে। সর্বশেষ বিরাট একটি অংশ পদত্যাগ করায় জাতীয় পার্টির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু নেতা-কর্মী। অনেকে মনে করছেন, পদত্যাগকারী নেতারা রওশন এরশাদের সঙ্গে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে জাপা চেয়ারম্যান জি এম কাদের কিছুটা দুর্বল হতে পারেন। তবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, এটি একটি সাজানো নাটক। যারা পদত্যাগ করেছেন তারা দল থেকে বহিষ্কৃত। তাদের জনগণের সঙ্গে সম্পর্ক নেই। এরা জাপার সাইনবোর্ড ব্যবহার করে ব্যবসা করে চলত। এখন দল তাদের বহিষ্কার করায় নিজেদের জাহির করার জন্য পদত্যাগের নাটক করেছে। তিনি আরও বলেন, জাপার দুর্গ রংপুরসহ পুরো বিভাগে জাপা থেকে পদত্যাগ করা কোনো নেতা-কর্মী নেই। ওরা ঢাকা সিটির বিভিন্ন ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার নেতা পরিচয় দিয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। এতে দলের ওপর সামান্য প্রভাব পড়েনি। আর ভবিষ্যতে পড়ার কোনো সম্ভাবনা নেই। গণমাধ্যমে কাভারেজ পাওয়ার জন্য পদত্যাগের বিষয়টি বেছে নিয়েছেন তারা। তবে জাপা থেকে বহিষ্কৃত জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা মনে করেন, এতে দলের বিভক্তি বাড়ল। এতে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। পদত্যাগকারীরা রওশন এরশাদপন্থিদের সঙ্গে যোগ দেবেন কি না এমন প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, রাজনীতিতে অনেক কিছুই হতে পারে। যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে রাজনীতি হতে পারে আবার না-ও হতে পারে। কারণ আমরা প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আদর্শে বিশ্বাসী। যারা এরশাদের আদর্শ বিশ্বাস করবে তাদের সঙ্গেই আমরা থাকব।
শিরোনাম
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
- একটি দল ভোটের মাঠে জান্নাতের টিকিট বিক্রি করছে: নবীউল্লাহ নবী
- নারায়ণগঞ্জে বিএনপিকে কৃতজ্ঞতা জানিয়ে মাসুদের র্যালি
- ভালুকায় হেমন্তের কবিতা উৎসব অনুষ্ঠিত
- ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক কারাগারে
- চট্টগ্রামে অগ্নিকাণ্ডের নেপথ্যে যত কারণ