ঢাকায় জাতীয় পার্টির (জাপা) ৬৭১ জনের দল থেকে পদত্যাগ করার ঘটনা সাজানো নাটক- এ মন্তব্য জাপার কো-চেয়ারম্যান মোস্তফার। তবে জাপা থেকে বহিষ্কৃৃত রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার মতে, পদত্যাগে জাপার বিভক্তি আরও বাড়ল। পদত্যাগ করা নেতারা আরেকটি জাতীয় পার্টি করতে পারেন। জানা গেছে, ঢাকায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের পদত্যাগের বিষয়টি রংপুরে বেশ আলোচনায় রয়েছে। অনেকে মনে করছেন, এমনিতে দেবর-ভাবির দ্বন্দ্বে জাতীয় পার্টির বেহাল দশা। এই দ্বন্দ্ব নির্বাচনেও কিছুটা প্রভাব ফেলেছে। সর্বশেষ বিরাট একটি অংশ পদত্যাগ করায় জাতীয় পার্টির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু নেতা-কর্মী। অনেকে মনে করছেন, পদত্যাগকারী নেতারা রওশন এরশাদের সঙ্গে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে জাপা চেয়ারম্যান জি এম কাদের কিছুটা দুর্বল হতে পারেন। তবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, এটি একটি সাজানো নাটক। যারা পদত্যাগ করেছেন তারা দল থেকে বহিষ্কৃত। তাদের জনগণের সঙ্গে সম্পর্ক নেই। এরা জাপার সাইনবোর্ড ব্যবহার করে ব্যবসা করে চলত। এখন দল তাদের বহিষ্কার করায় নিজেদের জাহির করার জন্য পদত্যাগের নাটক করেছে। তিনি আরও বলেন, জাপার দুর্গ রংপুরসহ পুরো বিভাগে জাপা থেকে পদত্যাগ করা কোনো নেতা-কর্মী নেই। ওরা ঢাকা সিটির বিভিন্ন ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার নেতা পরিচয় দিয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। এতে দলের ওপর সামান্য প্রভাব পড়েনি। আর ভবিষ্যতে পড়ার কোনো সম্ভাবনা নেই। গণমাধ্যমে কাভারেজ পাওয়ার জন্য পদত্যাগের বিষয়টি বেছে নিয়েছেন তারা। তবে জাপা থেকে বহিষ্কৃত জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা মনে করেন, এতে দলের বিভক্তি বাড়ল। এতে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। পদত্যাগকারীরা রওশন এরশাদপন্থিদের সঙ্গে যোগ দেবেন কি না এমন প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, রাজনীতিতে অনেক কিছুই হতে পারে। যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে রাজনীতি হতে পারে আবার না-ও হতে পারে। কারণ আমরা প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আদর্শে বিশ্বাসী। যারা এরশাদের আদর্শ বিশ্বাস করবে তাদের সঙ্গেই আমরা থাকব।
শিরোনাম
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
৬৭১ জনের দলত্যাগ
রাঙ্গার মতে জাপায় বিভক্তি বাড়ল মোস্তফা বলেন, এটা নাটক
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর