ঢাকায় জাতীয় পার্টির (জাপা) ৬৭১ জনের দল থেকে পদত্যাগ করার ঘটনা সাজানো নাটক- এ মন্তব্য জাপার কো-চেয়ারম্যান মোস্তফার। তবে জাপা থেকে বহিষ্কৃৃত রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার মতে, পদত্যাগে জাপার বিভক্তি আরও বাড়ল। পদত্যাগ করা নেতারা আরেকটি জাতীয় পার্টি করতে পারেন। জানা গেছে, ঢাকায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের পদত্যাগের বিষয়টি রংপুরে বেশ আলোচনায় রয়েছে। অনেকে মনে করছেন, এমনিতে দেবর-ভাবির দ্বন্দ্বে জাতীয় পার্টির বেহাল দশা। এই দ্বন্দ্ব নির্বাচনেও কিছুটা প্রভাব ফেলেছে। সর্বশেষ বিরাট একটি অংশ পদত্যাগ করায় জাতীয় পার্টির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু নেতা-কর্মী। অনেকে মনে করছেন, পদত্যাগকারী নেতারা রওশন এরশাদের সঙ্গে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে জাপা চেয়ারম্যান জি এম কাদের কিছুটা দুর্বল হতে পারেন। তবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, এটি একটি সাজানো নাটক। যারা পদত্যাগ করেছেন তারা দল থেকে বহিষ্কৃত। তাদের জনগণের সঙ্গে সম্পর্ক নেই। এরা জাপার সাইনবোর্ড ব্যবহার করে ব্যবসা করে চলত। এখন দল তাদের বহিষ্কার করায় নিজেদের জাহির করার জন্য পদত্যাগের নাটক করেছে। তিনি আরও বলেন, জাপার দুর্গ রংপুরসহ পুরো বিভাগে জাপা থেকে পদত্যাগ করা কোনো নেতা-কর্মী নেই। ওরা ঢাকা সিটির বিভিন্ন ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার নেতা পরিচয় দিয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। এতে দলের ওপর সামান্য প্রভাব পড়েনি। আর ভবিষ্যতে পড়ার কোনো সম্ভাবনা নেই। গণমাধ্যমে কাভারেজ পাওয়ার জন্য পদত্যাগের বিষয়টি বেছে নিয়েছেন তারা। তবে জাপা থেকে বহিষ্কৃত জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা মনে করেন, এতে দলের বিভক্তি বাড়ল। এতে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। পদত্যাগকারীরা রওশন এরশাদপন্থিদের সঙ্গে যোগ দেবেন কি না এমন প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, রাজনীতিতে অনেক কিছুই হতে পারে। যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে রাজনীতি হতে পারে আবার না-ও হতে পারে। কারণ আমরা প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আদর্শে বিশ্বাসী। যারা এরশাদের আদর্শ বিশ্বাস করবে তাদের সঙ্গেই আমরা থাকব।
শিরোনাম
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ