কারফিউ চলাকালে রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় মোহাম্মদ আলী (৩৮) নামের এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। মোহাম্মদ আলী জানান, মুরগি কিনতে পুরান ঢাকার কাপ্তান বাজারে যাওয়ার জন্য খিলগাঁও বউবাজারে নিজ বাসা থেকে বের হন। তালতলা কবরস্থানের ময়লার ডাস্টবিনের কাছে পৌঁছামাত্র দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তার কাছে থাকা ৮০ হাজার টাকা ও মুঠোফোন নিয়ে যায়। এ ছাড়া ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়েছে দুর্বৃত্তরা।