বিএনপি নেতা নবীউল্লাহ নবী বলেছেন, ‘কিছু দুষ্কৃতকারী নিজেদের রক্ষা করতে নব্য বিএনপি সাজার চেষ্টা করছেন। কেউ আবার বিএনপি এবং অঙ্গসংগঠনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি করছেন। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দুর্নীতি, অনাচার, লুটপাট আর মানুষের ওপর অত্যাচার আড়াল করতে তারা এ কৌশল নিয়েছেন। তাদের চক্রান্তের বিষয়ে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে।’
রবিবার যাত্রাবাড়ীতে নৈরাজ্যবিরোধী সচেতনতা বাড়াতে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে নবীউল্লাহ নবী আরও বলেন, ‘কাউকে চাঁদা দেবেন না। মালিক-শ্রমিক ভাইয়েরা যারা আছেন তারা সতর্ক থাকুন। কেউ চাঁদা তুলতে এলে তাকে আইনের হাতে তুলে দিন।
যে কোনো দল ও ব্যক্তির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এলেই প্রশাসনকে জানান।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ আজ দেশের সবচেয়ে ঘৃণিত দল। অবৈধভাবে ক্ষমতায় থাকতে তারা জুলুম-নির্যাতন এবং দেশের সম্পদ লুটপাট করেছে। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে এখন থেকে দেশে আর কোনো চাঁদাবাজি, দখল ও লুটপাট চলবে না।’ এ সময় উপস্থিত ছিলেন ৫০ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শাকিল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ, ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. আতিকসহ অন্য নেতা-কর্মীরা।
এ ছাড়া পথসভা শেষে দক্ষিণ যাত্রাবাড়ীর ৫০ নম্বর ওয়ার্ডের নবীনগর জেলেপাড়া মন্দিরের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন নবীউল্লাহ নবী। এ সময় মন্দিরের সভাপতি কৃষ্ণ বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সেখানে হিন্দুধর্মাবলম্বীদের উদ্দেশে নবীউল্লাহ নবী বলেন, ‘স্বৈরাচার হাসিনার পতন হলেও তার দোসররা নানানরকম চক্রান্তে লিপ্ত রয়েছে। বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোয় নাশকতা সৃষ্টি করে বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন নিরাপত্তার জন্য আমরা আছি।’