ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে গত সোমবার রাজধানীর ধানমন্ডি থানায় মামলা হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ১৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। একই মামলার আসামি করা হয়েছে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছেরকেও। ছাত্র-জনতার আন্দোলনে নিহত মো. রিয়াজের মা শাফিয়া বেগম এ মামিলা দায়ের করেন। ডিএমপির যুগ্ম-কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, বিভিন্ন মামলায় যাদেরকে আসামি করা হচ্ছে, তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হবে। ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেলে গ্রেপ্তার করা হবে।
গত ৪ আগস্ট দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব থেকে ঝিগাতলা সড়কে রিয়াজসহ অন্যান্য শিক্ষার্থীরা অবস্থান করে। এ সময় উল্লিখিত আসামিরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে আক্রমণ করে। রিয়াজ মাথায় গুলিবিদ্ধ হয়। প্রথমে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ১৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে রিয়াজ মৃত্যুবরণ করেন।