শিক্ষাব্যবস্থা যুগোপযোগী করতে ১৫ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা : উত্তরণের পথ ও পন্থা’ শীর্ষক মতবিনিময় সভায় দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এ প্রস্তাবনা তুলে ধরেন। প্রস্তাবনায় আরও রয়েছে, শিক্ষাব্যবস্থার উত্তরণের লক্ষ্যে শিক্ষাক্রম প্রণয়নে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ থেকে বের হয়ে আসা। শিক্ষাসংশ্লিষ্ট সব কমিটিতে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্তকরণ এবং বিতর্কিত ব্যক্তিদের ছাঁটাইকরণ। বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে রূপদান।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক হিসেবে কওমি সনদপ্রাপ্তদের নিয়োগদান। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলকভাবে পাঠ্যক্রমে রাখা। কওমি সনদপ্রাপ্তদের উচ্চশিক্ষা ও গবেষণার পথ সুগম করা। আলিয়া মাদরাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট প্রদানে বৈষম্য দূরীকরণ। জাতীয় বাজেটে শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি। খেলাফত আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আতিকুর রহমান নান্নু মুন্সি, হাজী জালালুদ্দীন বকুল, মো. লিটন চৌধুরী, মুফতি সুলতান মহিউদ্দীন প্রমুখ।