বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতার প্রশ্নে ভারতকে একচুলও ছাড় দেওয়া হবে না। দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের সবাই একসঙ্গে দেশের অখন্ডতা রক্ষা করব। গতকাল রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়া পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য গড়ে তুলতে ছাত্র, রাজনীতিবিদ ও ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গ যে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন, এরই অংশ হিসেবে ড. ইউনূস ছাত্রদের সঙ্গে প্রথম বৈঠকটি করেন। বৈঠক শেষে ছাত্রনেতাদের পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ বলেন, মানুষ আমাদের মাধ্যমে কী বার্তা দিতে চায় স্যার (ড. ইউনূস) সেটি আমাদের কাছ থেকে আজকে শুনেছেন। জাতীয় ঐক্যের ভিত্তিতেই ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। সেই ঐক্য ধরে রাখতে হবে। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য প্রচার করতে হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, ভারত সব সময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। ভারতের সঙ্গে যে সম্পর্ক সেটি জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক হয়নি। সেটি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয়নি। বরং ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে।