বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, ‘প্রতি বছর লাখ লাখ মানুষ চিকিৎসার জন্য বিদেশে যায়। এর কারণ খুঁজে বের করে রোগীদের বিদেশমুখিতা কমাতে উদ্যোগ নিতে হবে। গতকাল বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন তিনি। রাজধানীর ঢাকা ক্লাবে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। কাদের গণি চৌধুরী বলেন, ‘সচেতনতার অভাবে অনেক হিমোফিলিয়া রোগী শনাক্তের বাইরে থেকে যাচ্ছে, অনেকে মাঝপথে চিকিৎসা বন্ধ করে দিচ্ছে। তাই সরকারিভাবে এ রোগে আক্রান্তদের চিকিৎসা ব্যয় বহনের উদ্যোগ নিতে হবে। হিমোফিলিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিয়ের আগে রক্ত পরীক্ষা করার বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বেলুন উড়িয়ে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে র্যালির উদ্বোধন করেন। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদের পরিচালনায় র্যালি শেষে এ রোগ বিষয়ে বক্তব্য দেন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর। এরপর ঢাকা ক্লাবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো. আক্তার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা) ডা. মো. জয়নাল আবেদীন টিটো এবং লাইন ডিরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) ডা. সৈয়দ জাকির হোসেন।