দেশে সড়কগুলোতে মার্চেও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬১২ জন। এ সময়ে আহত হয়েছেন আরও ১ হাজার ২৪৬ জন। একই সময় রেলপথে সংঘটিত ৪০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৪ জন এবং আহত হয়েছেন ছয়জন। এ ছাড়া নৌপথের আটটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন ও আহত হয়েছেন একজন। সড়ক, রেল ও নৌপথে সংঘটিত ৬৪১টি দুর্ঘটনায় সম্মিলিতভাবে প্রাণ হারিয়েছেন ৬৬৪ জন এবং আহত হয়েছেন ১২৫৩ জন। গতকাল বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- মার্চে ২২৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫১ জন নিহত ও ২০৮ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৮ দশমিক ২৭ শতাংশ ও নিহতের ৪১ দশমিক ১ শতাংশ এবং আহতের ১৬ দশমিক ৬৯ শতাংশ। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৪৮টি সড়ক দুর্ঘটনায় ১৫০ জন নিহত ও ৩৬৪ জন আহত হয়েছেন।
সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। সেখানে ৩১টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৬ জন আহত হয়েছেন।