খুলনা নগরীর হরিণটানায় পারিবারিক কলহের জেরে শারীরিক নির্যাতনে জান্নাতি আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আবু সালেহকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, ২ মে রাতে পারিবারিক কলহের একপর্যায়ে আবু সালেহ তার স্ত্রী জান্নাতি আক্তারকে শারীরিক নির্যাতন করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে রাত সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড-সংলগ্ন খুলনা হেলথ কেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মারা যান জান্নাতি আক্তার। এ ঘটনায় হরিণটানা থানায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।