এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার বলেছেন, আওয়ামী লীগের কোনো লজ্জা নেই, তাদের মরে যাওয়া উচিত। ৫ আগস্টেই মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছেন। গতকাল গাইবান্ধা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে তিনি এ কথা বলেন। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, দেশকে ভালোবাসতে হবে, দেশকে বুকে ধারণ করতে হবে। সব ক্ষেত্রে চেঞ্জ আনতে হবে। মানুষের আচরণ পরিরবর্তন না হলে অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব হবে না। ৫ আগস্ট সে সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে নির্বাচন করা উচিত।
পার্টির জেলা আহ্বায়ক মো. খায়রুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুল বাসেত মারজান, সদর উপজেলা কমিটির সদস্যসচিব রাঙা মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক তাজুল ইসলাম প্রমুখ।