ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (পিএসসি) মোহাম্মদ ফয়সল আজাদ বলেছেন, টিসিবি একটি সেবামূলক ব্যবসা। সেবামূলক এ ব্যবসাকে পুঁজি করে অতীতে অনেক অনিয়ম-দুর্র্নীতি হয়েছে। যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত ছিল তাদের পরিণতিও হয়েছে ভয়াবহ। তাই আগামীতে দোকান যার ব্যবসা তার। প্রতিটি দোকানদার মাসব্যাপী এ ব্যবসা করতে পারবেন। মাসব্যাপী এ ব্যবসা করে তাদের যে মুনাফা হবে তাতেই সংসার চলার পথ তৈরি হবে। তাই প্রতিটি ডিলার যাতে ৮০০ থেকে ১৫০০ কার্ড পান সে ব্যবস্থা সরকার করছে। স্বচ্ছতা ও জবাবদিহির জন্য টিসিবির ভোক্তা কার্ডকে স্মাট কার্ডে পরিণত করা হচ্ছে। প্রথমে কিছু সমস্যা হলেও এখন সেটা আর নেই।
গতকাল বগুড়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বগুড়ার টিসিবি ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বগুড়া জেলা প্রশাসক ও যুগ্ম সচিব হোসনা আফরোজার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, টিসিবিরি যুগ্ম পরিচালক (আইন শাখা) প্রতাপ কুমার প্রমুখ।